খুলনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৬%
দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর দুটি সরকারি হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে মোট ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রগুলো দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, জেনারেল হাসপাতালে একজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়রা, ফুলতলা ও রূপসা উপজেলায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মোট ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৬১ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- ফুলতলার শামসুর রহমান (৫০), বাগেরহাটের মিঠাপুকুর পাড় এলাকার রওশন আরা (৬৫) ও নড়াইলের লোহাগড়ার মো. মুজিবর রহমান (৬৫)। একই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার মো. হাসানুজ্জামান (৭০)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার পাইকগাছার গোপালপুরের আহম্মদ আলী গোলদার (৭৫), দাকোপের পানখালীর মোহাম্মদ আলী (৯০) ও চুয়াডাঙ্গার দামুড়হুদার পুরাপাড়ার অনন্ত কুমার বিশ্বাস (৪০)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়