December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় ২৪ ঘণ্টায় ছয় স্থানে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

দ. প্রতিবেদক
খুলনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার মধ্যরাত, গতকাল সোমবার দুপুর, সন্ধ্যা ও রাতে পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর মধ্যে রবিবার গভীর রাতে মহানগরীর হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ভিক্ষুক (৬০) নিহত হয়েছেন। একই রাতে নগরীর পশ্চিম রূপসা এলাকায় রূপসা স্ট্যান্ড রোডের তেরোগোলা এলাকার স-মিলের কাঠের আড়তে আগুন লেগেছে। এছাড়া খুলনার দিঘলিয়া উপজেলার জামান জুট মিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া গতকাল সোমবার দুপুরে নগরীর ডাকবাংলা এলাকার একটি গোডাউনে আগুন লাগে। সন্ধ্যায় নিরালা এলাকা, রাতে রায়পাড়া এলাকায় দুটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে হরিণটানার শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে আগুন লাগে। খবর পেয়ে খুলনা সদর স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। রাত ১টার দিকে কোকাকোলা গোডাউনের পাশের স-মিলের কাঠের আড়তে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া রাত ১টার দিকে দিঘলিয়া উপজেলার জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে খুলনা স্থল-কাম নদীর সাইট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কায়েমুর জামানের নেতৃত্বে সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সোমবার দুপুরে ডাকবাংলা এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয়দের সহায়তায় দ্রুতই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। সন্ধ্যায় নিরালা হিন্দু গলির এক বাড়ীতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের টুটপাড়া ইউনিটের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে রাতে নগরীর রায়পাড়া এলাকায় আগুন লাগলে দ্রুতই নিয়ন্ত্রণে আসে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে আগুন নেভানোর পর এক বৃদ্ধার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। তার বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিক ভাবে তার নামপরিচয় পাওয়া যায়নি। তিনি তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রূপসা স্ট্যান্ড রোডের তেরোগোলা এলাকার আবুল কালাম আজাদ বলেন, শাহজালালের স-মিল ও বিসমিল­াহ স-মিল পাশাপাশি। প্রাথমিকভাবে জানা গেছে, যে কোন একটি স-মিল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে স-মিল থেকে রূপসা নদীর পাড় পর্যন্ত প্রায় ৮-১০টি জ্বালানি কাঠের দোকান পুড়ে যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *