খুলনায় ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। তবে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে বিভাগের আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে যশোর জেলার ৬ জন, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার একজন করে রয়েছেন। আজ শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২৩টি। এদের মধ্যে মোট ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ৬ জনই যশোর জেলার, বাকি দু’জন বাগেরহাট ও ঝিনাইদহ জেলার। খুলনা জেলার ২৩টি নমুনা থাকলেও তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনা জেলায় এখন পর্যন্ত মোট ১৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ জন।