November 30, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু, শনাক্ত আরও ৪৯

দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন- আমিনুর রহমান মোল্লা (৮০), নুরুল ইসলাম (৭৫), মিজানুর আকন এবং রেহেনা বেগম (৬১)।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা সিংহাসপুর এলাকার বাসিন্দা মৃত গণি মোল্লার পুত্র আমিনুর রহমান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ মে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান। বাগেরহাট শরণখোলা রাজাপুর এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলীর পুত্র নুরুল ইসলাম গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ১০টায় মারা যান।
তিনি আরও জানান, এছাড়া বাগেরহাট মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আঃ রবের পুত্র মিজানুর আকন গত ২৮ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টায় মারা যান। একই দিনে দুপুর পৌনে ১টায় রেহানা বেগম নামে এক করোনা রোগী মারা যান। সে নগরীর মিয়াপাড়া এলাকার বাসিন্দা আতাউর রহমান স্ত্রী। করোনায় আক্রান্ত হলে তাকে গত ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২০৪ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাট ৯ জন ও বরিশাল জেলার ১ জন রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *