খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর সরকারি-বেসরকারি পাঁচটি হাসপাতালের মধ্যে শুধুমাত্র খুলনা করোনা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। বাকী চারটি হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। এরআগের ২৪ ঘণ্টায় খুলনায় আটজনের মৃত্যু হয়েছিল।
এদিকে নগরীর সরকারি ২টি হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ২০০ শয্যার করোনা হাসপাতালের ২০টি আইসিইউ শয্যা এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। ২ হাসপাতালের ৩০টি আইসিইউ শয্যায় রোগি ভর্তি রয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), সদরের রাজু (২২), ফুলতলার সাথী বেগম (৩২) ও রূপসার পলি (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। যার মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়ালো জোনে ৪৯ জন, আইসিইউতে ২০ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, তার মধ্যে ১৬জন পুরুষ, আর ২৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।
গাজী মেডিকেল হাসপাতালের মালিক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০জন। আইসিইউতে রয়েছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯ জন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়