খুলনায় ১৭০ পিস ইয়াবাসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনায় ১৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা। আটক মোঃ সোহাগ সরদার (২৬) দৌলতপুর থানাধীন কার্তিকুল মৎস্য পাশা এলাকার মোঃ আনছার সরদারের ছেলে। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ড রেলগেট যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ