খুলনায় ১০৫ লিটার চোলাই মদসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০৫ লিটার চোলাই মদসহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ আল আমিন গাজী (২৭) সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন শ্রীউলা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার তাকে নগরীর বার্মাশীল রোড থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা সদর থানাধীন ষ্টেশন রোডস্থ বার্মাশিল ২নং গলি এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ আসামীকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত মোঃ আল আমিন গাজী ওই এলাকার ভাড়াটিয়া। সে দীর্ঘদিন ধরে দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।