December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় হোম কোয়ারেন্টাইনে ৬৬ জন, একজনকে জরিমানা

 

দ. প্রতিবেদক

খুলনা জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এখন পর্যন্ত ৬৬ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভারত ফেরত এক নারীকে জরিমানা করা হয়েছে এবং পুনরায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত খুলনা জেলায় ৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে দাকোপে ১৭ জন, বটিয়াঘাটায় ৫ জন, রূপসায় ৭ জন, তেরখাদায় ৬ জন, দিঘলিয়ায় ২ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৭ জন, কয়রায় ১৫ জন, খুলনা সদরে ৩ জন। আর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলায় ৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে খুলনায় ভারত থেকে ফিরে কোয়ারেন্টাইন না মানায় এক নারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

তিনি বলেন, উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া গ্রামে ভারত ফেরত এক নারীকে সংক্রমন প্রতিরোধকল্পে মানুষদের থেকে আলাদা রাখা বা কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কিন্তু তিনি সেই নিয়ম অমান্য করে পরিবারের লোক জনের সাথে মেলামেশা করছিলেন। তাই ভ্রাম্যমান আদালতের বসিয়ে প্যানেল কোট দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারা মোতাবেক তাকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরিবারের অন্যান্যদের সাথে না মেশার জন্য বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। এসময়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *