খুলনায় হেক্সিসলের দাম বেশি চাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় হেক্সিসলের দাম বডি রেটের চেয়ে বেশি চাওয়ায় নগরীর হেরাজ মার্কেটের মাসুদ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সাধারণ ক্রেতা সেজে তিনি এ অভিযান পরিচালনা করেন। এসময় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের সুযোগ নিয়ে ক্রেতাদের কাছ থেকে হেক্সিসলের দাম বেশি নেওয়ার অভিযোগে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দাম চাওয়ার প্রমাণ পাওয়ায় মাসুদ ফার্মেসিকে প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বড় বাজার চাল, পেয়াজ, রসুন আদার আড়ৎ তদারকি করা হয়। নিউমার্কেট ও শিববাড়ি মোড় এলাকায় টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রয় মনিটরিং করা হয়।
অভিযান চলাকালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করাসহ উপস্থিত ক্রেতা বিক্রেতাদের ভোক্তা অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতন করা হয়। অভিযানে কেএমপির সদর থানা পুলিশ সহযোগিতা করেন।