January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় হৃদরোগে আক্রান্ত এনএসবিপি’র সুপারভাইজার, সাহায্যের আবেদন

দ. প্রতিবেদক
হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনাস্থ শহীদ শেখ আবু নাসের হাসপাতালে পিসিসিইউ ৬নং বেডে চিকিৎসাধীন আছেন ন্যাশনাল সোসাইটি অব দি ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড (এনএসবিপি)’র সাদাছড়ি কারখানায় সুপারভাইজার উত্তম কুমার রায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এনজিওগ্রামসহ রিং স্থাপন/হার্ট সার্জারী করতে হবে তাতে প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব।
উত্তম কুমার রায়ের স্ত্রী মমতা মন্ডল জানান, ‘আমার স্বামী একজন এতিম ব্যক্তি। আমাদের আড়াই বছরের একজন শিশু কন্যা আছে। তিনি এনএসবিপি’র সাদাছড়ি কারখানায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের কারণে গত এপ্রিল ২০২০ থেকে উক্ত কারখানাটি বন্ধ হয়ে যায়। তাই সে সম্পূর্ণরূপে বেকার। সে আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’
তিনি আরও জানান, এত ব্যয়বহুল চিকিৎসা খরচ আমাদের মত হতদরিদ্র পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় বিধায় আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হিসাব নং ও বিকাশের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদানের জন্য অনুরোধ করছি। হিসাবের নাম : উত্তম কুমার রায়, সঞ্চয়ী হিসাব নং : ৬৩৪০২০৮৫৬, সোনালী ব্যাংক লিমিটেড, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা। বিকাশ নং : ০১৯১১-৬০৬৫৩০।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *