December 31, 2024
আঞ্চলিক

খুলনায় হাইকোর্ট নিষিদ্ধ বিভিন্ন ভোগ্যপণ্য জব্দ : জরিমানা

 

দ: প্রতিবেদক

খুলনায় হাইকোর্ট নিষিদ্ধ তালিকাভুক্ত নিম্নমানের ৫২টি ভোগ্যপণ্যের বিক্রয় ও বিপণনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল নগরীর সন্ধ্যা বাজার থেকে পিটিআই মোড় পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খুলনা মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত¡াবধানে তালিকাভুক্ত নিম্নমানের ৫২টি ভোগ্যপণ্যের বিক্রয় ও বিপণনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট নগরীর সন্ধ্যা বাজার থেকে পিটিআই মোড় পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ ঘোষিত এসিআই লবণ ও মধুমতি লবণ (৪১ কেজি), ডুডলস নুডুলস (২৫ প্যাকেট) ও সান চিপস (৩০ প্যাকেট) জব্দ করে বিনষ্ট করা হয় এবং পাশাপাশি সর্বমোট ১৯ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *