খুলনায় সড়ক পরিবহন আইনে ৭ জনকে অর্থদণ্ড
খুলনা সদর এলাকার বিভিন্নস্থানে শুক্রবার (২২ জুলাই) মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসপাতালের সামনে নিয়ম বহির্ভূত পার্কিং, মোটরযান রেজিষ্ট্রেশন না থাকা, ভুয়া রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালনা করায় সড়ক পরিবহন আইন -২০১৮ অনুসারে ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এ সময় জানানো হয়।