September 19, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৬টি ফার্মেসিকে জরিমানা

দ. প্রতিবেদক
খুলনায় বিক্রির উদ্দেশ্যে মূল্যবিহীন ঔষধ (স্যাম্পল) ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৬টি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিনকে তিনি জানান, সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত নগরীতে অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণে মূল্যবিহীন ঔষধ (স্যাম্পল) ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় বানরগাতি বাজারের মেসার্স অঙ্কীতা ফার্মেসিকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে দুই হাজার টাকা, স্যাম্পল ঔষধ রাখায় গল্লামারী এলাকার গাজী ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স মা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মেসার্স মুক্তি ফার্মেসিকে দুই হাজার টাকা ও খান মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরোমণি, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *