খুলনায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে পুলিশের বাঁধা
খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশী বাঁধায় পÐ হয়েছে। এসময় পুলিশ কর্মসূচিস্থলের মাইক বন্ধ করে দেয়, ব্যানার কেড়ে নেয়। এছাড়া কয়েকজন কর্মীকে গ্রেফতার করতে চাইলে নেতৃবৃন্দের সাথে ধস্তাধস্তি হয়। ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনায় তিন কর্মী আহত হন।
বিকেল সাড়ে ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন শুরু করে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। বক্তব্য চলাকালে বিকেল ৪টার দিকে খুলনা থানার সামনে থেকে বিপুল সংখ্যক পুলিশ কর্মসূচিস্থলে এসে পৌঁছান। তারা তৎক্ষণাত সমাবেশ বন্ধ করতে নির্দেশ দেন। এ সময় দলীয় নেতাদের সাথে বেশ কিছু সময় বাকবিতÐা চলে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি তৈয়েবুর রহমান। প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি ছিলেন খান জুলফিকার আলী জুলু, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ইবাদুল হক রুবায়েদ, ইসতিয়াক আহমেদ ইস্তি, আজিজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সভাপতি একরামুল হক হেলাল।
আতাউর রহমান রনু ও ফারুক হিল্টনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন আনো, সাইফুল ইসলাম মল্লিক, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, খায়রুজ্জামান সজীব, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, এস এম শফি, পলাশ মোল্লা, আবু তাহের হীরা, রেজাউল ইসলাম, ভূট্টো, আসলাম ঢালী, মোতালেব শেখ, আবুল কালাম, মিজান সরদার, মেহেদী হাসান বাবু, মোশারফ শিকদার, এস এম রফিকুল ইসলাম, ব্রজেন ঢালী, টিটু জমাদ্দার, শামীম আহসান, আব্দুল কাদের জনি, আবু তাহের, নজরুল ইসলাম, সাইফুর রহমান, জাহিদ, লাবু বিশ্বাস, আলাউদ্দিন, আল আমিন সরদার রতন, মঞ্জুর শাহিন রুবেল, কবির গাজী, নজরুল ইসলাম বাবু, আছাদুজ্জামান বিপ্লভ, শাহাবুদ্দিন, আলমগীর হোসেন, হারুন শেখ, খাজা, কার্ত্তিক, বাপ্পী, নিয়াম মল্লিক, জাবেদ শেখ, রফিকুল, ইফনুস, শিহাবুল ইসলাম শিহাব প্রমুখ।