November 27, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ৩৭ হাজার টাকা জরিমানা

দ. প্রতিবেদক
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় রবিবার খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং সরকার ঘোষিত সময়ের পরও দোকান, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এবং সরকার নির্দেশিত সময়ের পরেও দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ১৫ টি মামলায় মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর ক্লে রোড, খান জাহান আলী মার্কেট, বড়বাজার সংলগ্ন এলাকা ও বয়রা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় এবং দÐবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন র‌্যাবের সদস্যবৃন্দ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *