September 8, 2024
আঞ্চলিক

খুলনায় স্বতন্ত্র পাইকারী মুরগী ও ডিমের বাজার স্থাপনের দাবি

খবর বিজ্ঞপ্তি

খুলনায় পাইকারী মাছ বাজার, শব্জী বাজার বিদ্যমান থাকলেও মুরগী, ডিম ও দুধের পাইকারী বাজার না থাকায় ভোক্তা, উৎপাদক, খামারী ও ব্যবসায়ীদের চরম মাসুল গুণতে হচ্ছে। ‘যত হাত বদল তত মূল্য বৃদ্ধি’ এই যুক্তিও হাতে-কলমে আবেদন-নিবেদন করে আসছে প্রান্তিক খামারী ব্যবসায়ী ও ভোক্তাদের প্রিয় সংগঠন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি।

সর্বশেষে স্বতন্ত্র পাইকারী মুরগী, ডিমসহ পোল্ট্রি মার্কেট স্থাপনের জন্য কেসিসি’র মেয়রকে স্মারকলিপি প্রদানকালে এর ইতিহাস ও যৌক্তিকতা তুলে ধরলে মেয়র খুলনা-২ আসনের সাংসদকে সাথে নিয়ে বাজারটি স্থাপনের অঙ্গীকার করলেও কার্যকর ও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ ও দ্রæত প্রকল্পটি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেনÑসমিতির পক্ষে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব এস এম সোহরাব হোসেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *