খুলনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় খুলনার তেরখাদায় একই পরিবারের ৪ নিহত হয়, বেঁচে থাকেন পরিবারের একমাত্র কন্যা ৮ বছরের মিম। বুধবার সকালে শোকাহত পরিবার ও মিমকে স্বান্তনা দেয়ার জন্য তাদের পাশে এসে দাড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে স্বান্তনা দেন এবং ধৈর্য্য ধারণ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা তেরখাদা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ফয়জুল্লাহ, সেক্রেটারী মোঃ হাফিজ শেখ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাইমুল ইসলাম, সদস্য মোঃ হুমায়ুন, ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ মোল্লা, জেলা শূরার সদস্য শরিফুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন, মুহিব্বুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন তেরখাদা থানার সভাপতি আব্দুল আলিমসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নিহত ৪ জনের কবর জিয়ারত করে দোয়া করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়