December 22, 2024
আঞ্চলিক

খুলনায় সোনালী ব্যাংকের কর্মকর্তার জামিন নামঞ্জুর

৩ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ

দ: প্রতিবেদক

গ্রাহকের সাক্ষর জালিয়াতি করে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় সোনালী ব্যাংক, বাগেরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহফুজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১২ সাল থেকে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের ১১০ জন গ্রাহকের সাক্ষর জাল ও ব্যাংক ব্যবস্থাপকের পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহকের অজান্তে তাদের নামে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা ঋন অনুমোদন ও ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন মাহফুজুর রহমান। এ ঘটনায় ২০১৫ সালের ২৫ আগষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বাগেরহাট থানায় মামলা করেন। পরে দুদক এ বিষয়ে তদন্ত করে মাহফুজুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

ওই মামলায় সোমবার আদালতে হাজির হয়ে মাহফুজুর রহমান জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *