November 28, 2024
আঞ্চলিক

খুলনায় সুবিধাবঞ্চিত ও পথশিশু শিক্ষার্থীরা পেলেন ‘স্বপ্নপূরীর’ শীতবস্ত্র

দ: প্রতিবেদক

সারাদেশের মত খুলনা ও জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। অসহায় দরিদ্র, ছিন্নমুল পথশিশুদের কাছে শীত মানেই বিভীষিকা, রাত মানেই দুঃস্বপ্ন। পথশিশুদের এই দুঃস্বপ্ন দূর করতে খুলনায় কয়েকজন তরুনদের স্বেচ্ছায় গড়ে ওঠা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান  ‘স্বপ্নপূরী’  এ সকল শিশুদের মাঝে বিতরণ করেন শীত সামগ্রী।

খুলনা রেলওয়ে ট্যাংকের মোড় এলাকার রেলওয়ে স্কাউটসের মিলনায়তনে গতকাল বিকাল চারটায় এ শীত সামগ্রী  বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ত্রাণ ও দূর্যোগ) আজিজুল হক জোয়ার্দ্দার।

স্বপ্নপূরীর পরিচালক এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিসেস হাফসা,  জিআরপি থানার ওসি বজলুর রহমান, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) এর খুলনা বিভাগীয় সভাপতি এম এ কাশেম, নাগরিক নেতা এ্যাড মেহেদি এনছার, রেলওয়ে স্কাউটসের সহ সাধারণ সম্পাদক,  খুলনা ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকিম মতিয়ারা বেগম, সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন,  বীরমুক্তিযোদ্ধা আমির খসরু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাজেদা ইসলাম, সম্মিলিত রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নুরুন্নাহার হীরা, প্রিজার্ভেষন অব বাংলাদেশের খুলনা মহানগর কার্যকরি  সভাপতি এম মোস্তফা কামাল,  দৌলতুন্নেছা কিন্ডাগার্টেনের শিক্ষক দিলারা নাসরিন, বেদৌড়া আফরোজ, নাগরিক নেতা সাবির খান, কৃষœা দাষ  সহ স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষীরা।

এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নপূরীর শিক্ষক আল মামুন, দিপেন্দ্রু বালা ও রোভার স্কাউটস সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নপূরীর প্রিন্সিপাল তামান্না ইয়াসমিন মুন্নি।

পথশিশুদের নিয়ে এ আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তামান্না ইয়াসমিন মুন্নি জানান, ‘সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে” শ্লোগানে শিশু ও আগামীর সম্ভাবনা’ ¯েøাগান নিয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা গড়ে তুলেছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্বপ্নপূরি’। এখানে একাডেমিক পাঠদানের পাশাপশি সাংস্কৃতিক ক্লাসের প্রদি গুরুত্ব দেয়া হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *