খুলনায় সুজুকি গাড়ীর মেলার আয়োজন করল উত্তরা মোটর্স লিমিটেড
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় গাড়ী বাজারজাতকারী প্র্িতষ্ঠান উত্তরা মোটর্স খুলনার গাড়ী ক্রেতাদের জন্য ৭-৯ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপি সুজুকি গাড়ির মেলা এর আয়োজন করেছে। হোটেল টাইগার গার্ডেন, শিব বাড়ি মোরে প্রতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সুজুকি গাড়ির মেলা চলবে।
উত্তরা মোটর্স লিমিটেড সব সময় গাড়ীর ক্রেতাদের চাহিদা মোতাবেক সময় উপযোগী গুনগত মানের আধুনিক ও জ্বালানী সাশ্রয়ী সুজুকি গাড়ী সফলতার সহিত বাজারজাত করে আসছে। এর পাশাপাশি বিক্রয় পরবর্তী সেবার উপরও অধিকতর গুরুত্ব দিয়ে আসছে, যার ফলশ্রæতিতে উত্তরা মোটর্স এ পর্যন্ত সারাদেশে ৫০ হাজারেরও অধিক সুজুকি কার, জীপ, মাইক্রোবাস ও এম্বুল্যান্স বিক্রয় করতে সক্ষম হয়েছেন।
খুলনা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আমিনুল হক এবং সহ-সভাপতি মোস্তফা জেসান ভূট্রো উত্তরা মোটর্স কর্তৃক আয়োজিত ৩ (তিন) দিন ব্যাপি সুজুকি গাড়ির মেলা এর উদ্বোধন করেন। এ সময় উত্তরা মোটর্স লিমিটেড এর হেড অব বিজিনেস প্লানিং নাইমুর রহমানসহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ ও সুজুকি গাড়ীর সম্মানীত মালিকগণ উপস্থিত ছিলেন।
মেলায় থেকে গাড়ি ক্রেতারা পছন্দের স্মার্ট হাইব্রিড প্রযুক্তির সুজুকি আরটিগা ও সুজুকি সিয়াজ, সুইফট, ওয়াগনার, ডিজার, ইকো এ্যাম্বুলেন্স সহ বিভিন্ন মডেলের সুজুকি গাড়ি ক্রয় করতে পারবেন। মেলায় গাড়ী ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড় এবং সহজ শর্তে লোনের সুবিধা। উত্তরা মোটর্স দেশব্যাপি নিজস্ব ১৫টি শাখা অফিসের মাধ্যমে সুজুকি গাড়ির ফ্রি সার্ভিসিং এবং ওয়ারেন্টির নিশ্চয়তা প্রদান করে থাকেন।