খুলনায় সুজনের গোলটেবিল বৈঠকে ১৮ দফা প্রস্তাবনা পেশ
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে “বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমামের সভাপতিত্বে ও সম্পাদক এড, কুদরত ই খুদার সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
অতিথি ছিলেন সংবিধান বিশেষজ্ঞ এড. এনায়েত আলী, পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম বাবর আলী, সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার, বাগেরহাট জেলা সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, সম্পাদক অধ্যাপক রমা রহমান, সংগঠনের সাতক্ষীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, বিধান চন্দ্র দত্ত, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, ওয়াকার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, ন্যাপের তপন কুমার রায়, মুক্তিযোদ্ধা আ ফ ম মুহসিন উদ্দীন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এড মোমিনুল ইসলাম, সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সংগঠনের বাগেরহাট জেলা সম্পাদক শেখ শরিফুল ইসলাম ঠান্ডু, এসকে এম তাছাদুজ্জামান, নাসির উদ্দীন, আঃ হালিম, শেখ নুর আলম, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা,এম এ কাশেম, মহেন্দ্রনাথ সেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, খলিলুর রহমান সুমন, এস এম সোহরাব হোসেন, আফজাল হোসেন রাজু, নাসরিন শিরিন, সিলভী হারুন, কাজী জাবেদ খালিদ জয়, জাহিদুল ইসলাম বাদশা, শাহ মামুনুর রহমান তুহিন,বনানী সুলতানা ঝুমু প্রমূখ।
সভায় ১৮ দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনার মধ্যে রয়েছে, রাজনৈতিক সংস্কার পরিবর্তন, নির্বাচন সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দুর্নীতি বিরোধী সর্বাতœক অভিযান, যথাযথ প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীয়করণ ও স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী নাগরিক সমাজ, মানবাধিকার সংরক্ষণ, একটি নতুন সামাজিক চুক্তি, পরিবেশ ভারসম্য রক্ষা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও তরুণদের জন্য বিনিয়োগ।