খুলনায় সাড়ে ৪’শ শিক্ষার্থীকে বৃত্তি দিলো জেলা পরিষদ
খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা জেলা পরিষদ কর্তৃক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাইকৃত মোট ৪৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রতিজন ৩ হাজার টাকা হারে সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তির অর্থ বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি বৃত্তির অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যাণেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তি এবং সমাজের বিশিষ্ট জন। তাছাড়া ইলেক্ট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, হিসাব রক্ষক সোমা দাশসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।