January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় দু’দিনে ৫৫ জনকে অর্থদণ্ড

দ. প্রতিবেদক
খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন না মানায় গত দুই দিনে ৫৫ জনকে অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে গত বৃহস্পতিবার ৩৭ জন ও শুক্রবার ১৮ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শুক্রবার মহানগরীর ফারাজীপাড়া, ডাক বাংলা মোড়, খালিশপুর, দৌলতপুর, বয়রা ও জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন, তাপসী রাবেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং মোঃ তাহমিদুল ইসলাম। অভিযান চলাকালে ১৮ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ৮,৭৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মহানগরীর সোনাডাঙ্গা, সাত রাস্তার মোড়, শিববাড়ী মোড়, বয়রা বাজার, নূরনগর ও দৌলতপুর বাজার এলাকায় অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রাকিবুল হাসান, দেবাশীষ বসাক ও নূরী তাসমিন ঊর্মি। অভিযানে ৩৭ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোট ৩১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনা সদস্য, র‌্যাব ও আনসারের সদস্যগণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *