খুলনায় সামাজিক দূরত্ব না মানায় চারজনকে জরিমানা
দ. প্রতিবেদক
করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব না মানায় খুলনায় চারজনকে জরিমানা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার অভিযান দুটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে নগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। টহল ও অভিযান পরিচালনাকালে হোম কোয়ারেন্টাইন ও সোসাল ডিস্ট্যান্সিং সংশ্লিষ্ট সরকারি আদেশ অমান্যকরণ, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাঘুরির অপরাধে বিভিন্ন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ‘মহানগরীর গল্লামারী, বিশ্বরোড ও জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সামাজিক দূরত্ব না মানায় চারজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’