January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় সাবেক চরমপন্থী সদস্য লিপুকে গুলি করে হত্যা

দ. প্রতিবেদক
খুলনার ফুলতলা উপজেলার তাজপুরে গ্রামে চরমপন্থী দলের সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৭টায় উপজেলার তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাজপুর গ্রামের লিপু রাতে গরুর হাট এলাকায় ৪/৫ জনের সাথে দাড়িয়ে আড্ডা দিচ্ছিছিলেন। এ সময় ২টি মটর সাইকেলযোগে আসা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, নিহত লিপু একসময় চরমপন্থী দলের সাথে জড়িত ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টগান দিয়ে তাকে গুলি করা হয়েছে।
নিহত লিপু আগে চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। কিছুদিন আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *