খুলনায় সাংবাদিক মানিক সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
দ. প্রতিবেদক
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র মেঝ ভাই প্রদীপ কুমার সাহা, খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র বাল্য বন্ধু সনজীব ঘোষ, ক্লাবের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নুু, মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, দেবব্রত রায়, আব্দুল মালেক, সুনীল কুমার দাস, উত্তম কুমার সরকার, আসাদুজ্জামান খান রিয়াজ ও দীলিপ কুমার বর্মন প্রমুখ।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য বাপ্পী খান, আনোয়ারুল ইসলাম কাজল, আব্দুস সাত্তার, শেখ জাহিদুল ইসলাম, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, শশাংক শেখর স্বর্ণকার, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
স্মরণসভার শুরতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রতন সেন পাবলিক লাইব্রেরি, প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
কেইউজে : দিবসটি উপলক্ষে স্মরণ সভা করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয় চত্বরে ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট।
এসময় আরও বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মো. হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, দেবব্রত রায়, সুনীল দাস, আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে বাপী, রকিব উদ্দীন পান্নু, আলমগীর হান্নান, মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুস সাত্তার, উত্তম কুমার সরকার, দিলীপ বর্মন, রিতা রানী দাস, হাসানুর রহমান তানজির, শেখ জাহিদুল ইসলাম। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ