খুলনায় সভা-সেমিনার-কোচিংসহ সকল গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা
দ. প্রতিবেদক
খুলনায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সকল প্রকারের সভা, সেমিনার, কোচিং সেন্টাসহ যে কোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খুলনা জেলায় সকল প্রকার সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত এবং ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়াও, খুলনা জেলায় সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য বলা হলো।