November 29, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় সংযোগ ও শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের খাদ্য সহায়তা বিতরণ

খবর বিজ্ঞপ্তি
করোনায় অবরুদ্ধ ও আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা পল্লীর ১০০ অসহায় নারীর মাঝে গতকাল ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি নারী সদস্যকে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১টি সাবান ও এক প্যাকেট ন্যাপকিন সাবান বিতরণ করা হয়।
বিশেষ করে আম্পান ঝড়ের পর এ সকল অসহায়-বঞ্চিত নারীদের অবস্থা বিবেচনা করে খুলনার শ্রমজীবী ও অসহায় মানুষের অধিকার আদায়ের প্লাটফর্ম ‘শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য’ এর উদ্যোগে ও করোনাকালীন সময়ে মানুষের সহযোগিতার উদ্দেশ্যে গড়ে ওঠা প্লাটফর্ম, “সংযোগ- connecting people” এর আর্থিক ও সার্বিক সহযোগিতায় এ কাজ সম্পন্ন করা হয়ে।


বানিয়াশান্তা পল্লীতে সহযোগিতার ধারাবাহিকতায় গতকাল খুলনা খালিশপুর অঞ্চলের ৫টি জুট মিলের (খালিশপুর জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুট মিল, দৌলতপুর জুট মিল ও স্টার জুটমিল) ২০০ বদলী ও অস্থায়ী শ্রমিকের মাঝে একই নিয়মে (২৫ কেজি চাল, ১০ কেজি আটাসহ অন্যান্য দ্রব্য) প্রত্যেককে এক মাসের খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। খালিশপুর থানাধীন ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে খাদ্য বিতরণের কাজ করা হয়। সংযোগ- connecting people  ও ‘শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য’ যৌথভাবে এ কাজ সম্পাদন করে। অনুপ বিশ্বাস অন্তু, আহমেদ জাবেদ ও রুহুল আমিনের তত্ত্বাবধানে এ সহযোগিতার কাজ সম্পন্ন হয়। এ খাদ্য সহায়তায় তাদের পাশে ছিল বুয়েট এলামনাই ইউকে, সাস্ট এলামনাই, বাংলাদেশ ইমার্জেন্সী একশ্যান এগেইনস্ট কোভিড-১৯ (BEAKON), এলামনাই অফ কেমিকাল ইঞ্জিয়ারিং এন্ড পলিমার সাইন্সেস, SUST, Girgiti – গিরগিটি এবং আরলা ফুডস। 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *