খুলনায় শ্রম প্রতিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত বুধবার খুলনার রেলিগেটস্থ নিজ বাসভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, এ দিন ধনী ও গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ-উল-ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গঠনে উদ্বুদ্ধ করবে। আনন্দগণ পরিবেশে সারা দেশে ঈদ-উল-ফিতর উদ্যাপিত হচ্ছে। পিছনের সব গøানি দূর করে সকলকে সামনে দিকে এগিয়ে যেতে হবে।