November 24, 2024
আঞ্চলিক

খুলনায় শ্রমিক নেতা আবু সুফিয়ানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত

 

তথ্য বিবরণী

প্রখ্যাত শ্রমিক নেতা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর স্বামী শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল ও কোরআন তিলওয়াতসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার খুলনা মহানগরীর দৌলতপুরের সাহেব পাড়ায় অধ্যাপক আবু সুফিয়ান এর কবর প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষ্যে সকালে নগর আ’লীগের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে একটি শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দৌলতপুর মুহসিন মোড় শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভ হতে শুরু হয়ে সাহেবপাড়া কবর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোকর‌্যালি এবং দোয়া ও মিলাদ মাহফিলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় দপ্তরের পরিচালক  মো. মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভুঁইয়া, ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলা কার্যালয় এর উপ-মহাপরিদর্শকগণ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, নগর শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগের রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ দৌলতপুরে মহসীন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নগর আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সুফিয়ান দৌলতপুরে মুহসিন মোড়ে ১৯৭২ সালের ২৮ ডিসেম্বর আততায়ীর গুলিতে শাহাদতবরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *