খুলনায় শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় জেলা আ’লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র দক্ষিণ বাংলার রাজনীতির কর্তধর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্থ্যতা কামনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সাড়ে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম.এম. মুজিবর রহমান, বি.এম.এ সালাম, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ, এ্যাড. নব কুমার চক্রবর্তী, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, মোকলেছুর রহমান বাবলু, রফিকুর রহমান রিপন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, হালিমা ইসলাম, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ মোঃ আবু হানিফ, এস,এম খালেদীন রশিদী সুকর্ন, হোসনেয়ারা চম্পা, মানিকুজ্জামান অশোক, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, নাজনীন সুলতানা কনা, মোজাফ্ফার মোল্লা, অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জামিল খান, রকিবুল ইসলাম লাবু, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোঃ ইমরান হোসেন, মোল্লা কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধুরী, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, শেখ রেজাউল করিম রেজা, মোঃ রাসেল ভুলু, ফয়সাল আহম্মেদ, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, বাধন হালদার, মফিজুর রহমান মুন্না, রাকিব মাহমুদ, আশরাফুল ইসলাম, মোঃ রাসেল, আবিদ হাসান ফাহিম, খায়রুল বাসার, মামুন প্রমুখ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, শেখ হেলাল উদ্দিন এমপি এবং তাহার কন্যার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ নেতা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামিম আহসান এর রোগমুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহেদ হোসেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ