খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় আ’লীগের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মন্ত্রিসভায় খুলনায় “শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়”-এর নীতিগত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সকল সদস্য, সচিব মণ্ডলী এবং স্থানীয় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সকল সংসদ সদস্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা এক সময়ে ছিলো অবহেলিত অঞ্চল। এখানে কোন উন্নয়ন হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাঙালির শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর হতে সারা দেশের উন্নয়ন একই সাথে সমান্তরাল ভাবে চলেছে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি লাভ করেছে।
নেতৃবৃন্দ বলেন, খুলনাতে বিএনপি-জামায়াত জোট একটি ইটও বসায়নি। সেখানে আজ কোন চাহিদা অপূরণ নেই। “শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের” অনুমোদন দিয়ে খুলনার মানুষের অপূরণীয় চাহিদা পূরণ করেছেন শেখ হাসিনা। নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের অবদানের কথা তুলে ধরে বলেন, একটি সরকারের প্রশাসন যদি সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করে তাহলে সেদেশের উন্নয়ন মুহুর্তের মধ্যে হওয়া সম্ভব। তারই দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনার প্রশাসন। আজকের এই ধারাকে অব্যহত রাখতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আকতারুজ্জামান বাবু এমপি, আব্দুস সালাম মুর্শিদী এমপি।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ