খুলনায় শেখ রাসেল টেনিস একাডেমির প্রশিক্ষণের উদ্বোধন
তথ্য বিবরণী
শেখ রাসেল টেনিস একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন গতকাল বৃহস্পতিবার রাত আটটায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং পুলিশ সুপার এসএস শফিউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম ব্যাচে এ প্রশিক্ষণে ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।