খুলনায় শিশু ও নারী উন্নয়নে অবহিতকরণ কর্মশালা
তথ্য বিবরণী
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুজাত আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান। উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।