May 13, 2025
আঞ্চলিক

খুলনায় শিশু আনন্দ মেলার উদ্বোধন

 

 

দ: প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা, শিশু নাট্য উৎসব ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার সকালে খুলনা শিশু একাডেমি চত্ত¡রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে শিশুদের অগ্রাধিকার দিতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ঘোষণা করেছেন। তিনি বলেন, শিকুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার তার সব কিছুই করছে। তাদের অধিকারের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মন বিকশিত হবে।।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। এতে শিশুশিল্পী আফিয়া তাসমিন বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে মেয়র শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *