January 22, 2025
আঞ্চলিক

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণী অর্চনা অনুষ্ঠিত

দ: প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়: গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা উপলক্ষে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাণী অর্চনা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ রায়না এবং বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান বক্তব্য রাখেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮টায় পূজা আরম্ভ, সকাল ১০টায় অঞ্জলি প্রদান, সকাল ১১টায় প্রসাদ বিতরণ। এদিকে বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার সকালে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের মুক্ত মঞ্চের সম্মুখে অস্থায়ী পূজা মন্ডপে বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্যাপন কমিটির সার্বিক আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় পূজা মন্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর সিভিল ইঞ্জনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। পূজাকালীণ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, পূজা উদ্যাপন কমিটির সভাপতি তুষার কান্তি রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে ২৯ জানুয়ারি বুধবার সন্ধায় প্রতিমা আনয়ন করা হয় এবং ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে। এছাড়া পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রতিমা স্থাপণের মাধমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পূজা পরিচালনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জনাব পার্থ প্রতিম মন্ডল। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *