খুলনায় শিক্ষার মানোন্নয়নে চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের মতবিনিময়
তথ্য বিবরণী
শিক্ষার মানোন্নয়নে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ খুলনার ভূমিকা বিষয়ে ছাত্র ও যুব সমাজের সাথে মতবিনিময় সভা গতকাল শুক্রবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজউদ্দৌলা, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেল ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।