November 26, 2024
খেলাধুলা

খুলনায় শান্ত’র অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে হারিয়ে ২৩৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ শুরু গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়। খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শান্ত’র দল।

রৌদ্রোজ্জ্বল দিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে ওপেনার মোহাম্মদ নাঈমকে (৯) হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কাটা সামাল দেয় শান্ত’র ব্যাট। আরেক ওপেনার সাঈফ হাসানকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক। ১৮ রানে সাঈফ রান আউটের শিকার হওয়ার পরপরই দলীয় ৯৫ রানে ইয়াসির আলীকে (৪) হারায় বাংলাদেশ।

এরপর আফিফ হোসেনকে (৫৪) নিয়ে ৯৯ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন শান্ত। সেই সঙ্গে তুলে নেন সেঞ্চুরি। ২৪৯ বল খেলে ১২৪ রানে অপরাজিত আছেন সদ্য ২১ বছরে পা রাখা এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ১ ছক্কায়। জাকির হোসেনকে (৯) নিয়ে দ্বিতীয় দিনটাও শুরু করবেন শান্ত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট শিকার করেছেন কালানা পেরেরা, নিশান পেইরিস ও রমেশ মেন্ডিস।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ৩ সেপ্টেম্বর থেকে। সফর শেষে ৭ সেপ্টেম্বর ফিরে যাবে লঙ্কানরা। এর আগে দু’দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *