খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ
দ. প্রতিবেদক
মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্রোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। নগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার কেএমপি’র ৮টি থানা এলাকায় চলমান লকডাউন কার্যক্রমে ৭টি মোটরসাইকেলে মামলা করা হয়েছে এবং ১টি ইজিবাইক আটক করা হয়েছে।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও লিগ্যাল) মোঃ শাহ্ জাহান শেখ পিপিএম জানান, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ১০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কেএমপি’র ৮টি থানা এলাকায় গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে খুলনা মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়