খুলনায় র্যাবের পৃথক অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় পৃথক অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা। আটকরা হলেন তেরখাদা থানাধীন মোঃ কাবিল মোল্লার ছেলে মোঃ জাকারিয়া মোল্লা (২৪) ও নগরীর খুলনা থানাধীন মিয়া পাড়া ২য় গলির মৃত মতি হাওলাদার’র মেয়ে মোছাঃ ময়না বেগম (৩৭)। আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে র্যাব সূত্র জানায়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমাণ্ডার এ এম আশরাফুল ইসলাম পিপিএম জানান, শনিবার বিকালে তেরখাদা থানাধীন শেখপুরা গ্রামে অভিযান পরিচালনা করে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী জাকারিয়া মোলাকে আটক করা হয়েছে। অপর এক অভিযানে শুক্রবার রাতে খুলনা মহানগরের রেলিগেট এলাকা থেকে আসামী ময়না বেগমকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।