খুলনায় র্যাবের অভিযানে ২৯ লিটার মদসহ আটক ১
দ. প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে ২৯ লিটার চোলাই মদসহ মোঃ মাসুদ শেখ (৩৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। শনিবার সকাল ১১টায় চানমারী এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি রূপসা ঘাটভোগ এলাকার আলী আকবর শেখের পুত্র।
র্যাব ৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন চানমারী কোকাকোলা ডিপোর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯ লিটার মদ উদ্ধার করা হয়। সে রূপসা ঘাটভোগ এলাকার আলী আকবর শেখের পুত্র। আটক আসামীকে সদর থানায় হস্তান্তরপূর্বক মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ