January 21, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর খুলনা মেডিকেল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। রাতে সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
আটকরা হলেন- নগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে মো: রিয়াজ ব্যাপারী (২১) ও একই এলাকার আবুল হোসেন খান এর ছেলে মোঃ রবিউল ইসলাম রানা (২৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
র‌্যাব-৬ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে মেজর মোঃ আনিস-উজ-জামান ও এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ্ খুলনা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রিয়াজ ব্যাপারী ও রবিউল ইসলাম রানাকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে।
এ বিষয়ে আটককৃত আসামীদ্বয়কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *