খুলনায় র্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ মোঃ ইসলাম শেখ (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। আটককৃত ব্যক্তি ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা এলাকার মৃত কুরমান শেখের ছেলে। গত সোমবার ডুমুরিয়া থানাধীন মির্জাপুর ব্রিজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন মির্জাপুর ব্রিজে র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র এডি মোঃ হাছান আলী, স্কোয়াড কমান্ডার, সিপিসি স্পেশাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।