খুলনায় রোটারী ক্লাবের অক্সিজেন ও টেলিমেডিসিন সেবার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১-বাংলাদেশ ও আবাদ (খুবি.) এর যৌথ উদ্যোগে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবার যাত্রা শুরু হয়েছে। খুলনার একাধিক রোটারী ক্লাব ও ক্যালকাটা নর্থ সুবার্বন আর আই জেলা-৩২৫১ ভারতের আয়োজনে এবং অংকুর ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ারের তত্ত্বাবধান প্রকল্প ‘নবজাগরন’ নামে এই চিকিৎসা সেবা কর্মসূচি শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে জুম প্লাটফর্মে যৌথ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রকল্পের চেয়াম্যান রোটাঃ এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রজেক্ট সেক্রেটারী রোটাঃ আশিষ দে’র সঞ্চালনায় প্রজেক্ট দুটির উদ্বোধন করেন অতিথি হিসেবে বক্তৃতা করেন রোটারী ডিস্টিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, স্বাগত বক্তৃতা করেন প্রেস মিনিস্টার দিল্লি (বাংলাদেশ হাইকমিশন) ব্রান্ড অ্যাম্বাসেডর শাবান মাহমুদ, আইপিডিজি মোঃ রুবাইয়াত হোসেন, ডিজিই ইঞ্জিনিয়ার এম এ ওহাব, ডিজিএন টি, আইএস নরুল কবির, পিডিজি সেলিম রেজা, পিডিজি শ্যামাশ্রী (ভারত)।
এছাড়াও বক্তৃতা করেন প্রজেক্ট চিফ অ্যাডভাইজার রোটাঃ আরিফ কামাল চৌধুরী, অঅইঅউ (কট) এর ভাইস প্রেসিডেন্ট গালিব হামিদ প্রতীক, রোটাঃ পলাশ কুমার সাহা, মাহমুদ হাসান সোহেল, ইঞ্জি: মোঃ শামীম, মোস্তাফিজুর রহমান, পিন্টু কুমার সাহা, ইফফাত সানিয়া ন্যান্সি, শেখ মোঃ সেলিম, মিজানুর রহমান জুয়েল, আল জামাল ভুঁইয়া, ফেরদৌসুর রহমান পিয়াশ, গাজী লিয়াকত হোসেন, হুমায়ূন কবির, শাহরিয়ার রুবেল, সিরাজুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা, আনোয়ারুল হক স্বাধীন প্রমুখ। প্রজেক্ট চীফ কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান কার্নির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জরুরী অক্সিজেন সেবার জন্য যোগাযোগ নম্বরঃ ০১৯৩৩-৭৪৭৪৭৫, ০১৯৩৩-৭৫৭৫৭৬। টেলিমেডিসিন সেবার জন্য যোগাযোগ নম্বরঃ ০১৯৭২-০৬১১০০, ০১৯৭২-০৬২২০০। সার্বিক যোগাযোগঃ প্রকল্প চেয়াম্যান রোটাঃ এস এম নজরুল ইসলামঃ ০১৭৬৬৬৮৬০৬৩, প্রজেক্ট চীফ কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান কার্নিওঃ ০১৭১৩২৯৩৯৩৩, রোটাঃ আশীষ দেঃ ০১৭১১-৯৬৫৬১১, প্রকল্প সমন্বয়কারী এস কে সেলিমঃ ০১৭১১০৮১৭৩০, মিডিয়া চেয়ার আসাদুজ্জামান রিয়াজঃ ০১৭১২২৯৬২৬৫।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়