খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচীর আওতায় আয়োজিত প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু।
জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহী চৌধুরী, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি খুলনা শাখার পরিকল্পনা সমন্বয়কারী কামাল পারভেজ, ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, প্রশিক্ষক সুপ্রিয়া সাহা ও মৃণাল কান্তি রায়।
অনুষ্ঠানে মকবুল হোসেন মিন্টু বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্ত মানবতার সেবায় নিবেদিত। দুর্যোগকালীন সময় এই সংস্থার স্বেচ্ছাসেবীরা জনকল্যাণে এগিয়ে আসে। এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সাম্প্রতিক আইলা, আম্ফানসহ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে উদ্ধার তৎপরতার পাশাপাশি সবরকম সহযোগিতা করেছে।’
৫ দিনব্যাপী এই কর্মশালায় খলনা জেলা যুব রেড ক্রিসেন্টের ২৫ জন সদস্য অংশ নেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ