January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় রেডজোনে মুদি দোকান বন্ধ থাকবে

তথ্য বিবরণী
খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেডজোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত মুদিদোকানসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ জুন থেকে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নকে রেডজোন হিসেবে চিহ্নিত করে দোকানপাট, শপিংমল, যান চলাচল ও জনসাধারণের চলাচলের উপর বিভিন শর্ত আরোপ করা হয়েছিলো। পূর্বে জারি করা শর্তসমূহ বলবৎ থাকার পাশাপাশি রেডজোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে। সকল জনসাধারণ, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার জন্য খুলনা জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *