November 24, 2024
আঞ্চলিক

খুলনায় রিহ্যাবের নতুন সদস্য নেওয়া হচ্ছে : সভাপতি

খবর বিজ্ঞপ্তি

সু-পরিকল্পিত নগরায়নে রূপান্তরের পাশাপাশি নাগরিকদের মৌলিক চাহিদা আবাসন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আবাসন প্রকল্প ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সদস্যরা। রিহ্যাব সদস্যদের প্রথম ও প্রধান উদ্দেশ্যই হচ্ছে পরিকল্পিত নগর গড়ে তোলা। এ খাতের আরও প্রসার ঘটবে। আবাসন ব্যবসায়ীদের একত্রিত করতে খুলনায় রিহ্যাবের নতুন সদস্য নেওয়া হচ্ছে। নিবন্ধন নিয়ে রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্তরা খুলনা অফিস থেকে সদস্য ফরম নিয়ে রিহ্যাবের সদস্য হতে আবেদন করতে পারবেন।

গতকাল শনিবার সন্ধ্যায় খুলনার হোটেল ওয়েস্টার্ন ইনে আবাসন ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন রিহ্যাব খুলনার সভাপতি শেখ আবেদ আলী।

বিশ্বাস প্রোপার্টিজের সিইও মো. আজগর বিশ্বাস তারার সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন মহানগর আবাসনের ব্যবস্থাপনা পরিচালক এস এম অলিউজ্জামান, এ্যাংকর প্যালেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কবির হোসেন, বাগান বাড়ি আবাসন প্রকল্পের শেখ ফিরোজ আহমেদ, ইমতিয়াজ প্রোপার্টিজের শেখ ইব্রাহিম হোসেন, প্রজন্ম আবাসনের নোয়াব আলী মোল্লা, সততা আবাসনের মো. সোহেল প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *