November 24, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে চালু ও আধুনিকায়নের দাবিতে মতবিনিময়

দ. প্রতিবেদক
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে “পাটশিল্পের বর্তমান প্রেক্ষিত এবং নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই খুদা। প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সদস্য সচিব এস এ রশীদ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত মানবাধিকার ও সংবিধান পরিপন্থী। করোনা মহামারীকালে শ্রমিকরা কর্মহারা হচ্ছে, প্রবাসী শ্রমিকরা দেশে ফেরৎ আসছে। এটা দেশের জন্য অশনি সংকেত। এ সময়ে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে শ্রমিক ছাঁটাই করার সিদ্ধান্ত এ সংকটকে আরও বৃদ্ধি করবে। এছাড়া পাটপণ্যের অভ্যন্তরীণ বাজার সৃষ্টির জন্য ‘মেন্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট’ কঠোরভাবে বাস্তবায়ন করা দরকার। বক্তারা আরও বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহকে পিপিপি বা ব্যক্তিমালিকানায় দেয়া সমাধান নয়। বরঞ্চ শ্রমিকদের ব্যবস্থাপনায় যুক্ত করে শ্রমিক-রাষ্ট্র যৌথ উদ্যোগে এসব পাটকল পরিচালনা করতে হবে।
মতবিনিময় সভায় আলোচনা করেন সংবিধান প্রণেতা সাবেক সংসদ সদস্য, সাবেক খুলনা পৌরসভার চেয়ারম্যান প্রবীণ আইনজীবী এড. এনায়েত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিম উদ্দিন, প্রবীণ আইনজীবী এড. মঞ্জুরুল আলম, সিপিবি নেতা ডাঃ মনোজ দাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরীফ শফিকুল হামিদ চন্দন, ড. জাকির হোসেন, কাজী মোতাহার হোসেন বাবু, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, শেখ মোঃ সেলিম, রসু আক্তার, অজন্তা দাশ, সুকুমার ঘোষ, এইচ এম শাহাদাৎ, মোজাম্মেল হক খান, এম হুমায়ুন কবির, রুহুল আমিন, কাজী দেলোয়ার হোসেন, আব্দুল করিম, অধ্যাপক আহসান হাবিব, কবি সৈয়দ আলী হাকিম, আফজাল হোসেন রাজু, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, জেসমিন জামান, সুতপা বেদজ্ঞ, কোহিনুর আক্তার কণা, জনার্দন দত্ত নাণ্টু, আনিসুর রহমান মিঠু, এড. মোঃ বাবুল হাওলাদার।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *