খুলনায় যুব রেড ক্রিসেন্টের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় যুব রেড ক্রিসেন্টের এক উদ্ধুদ্ধকরণ কর্মশালা গতকাল শুক্রবার খুলনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়্যারম্যান শেখ হারুনুর রশীদ।
খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম পলাশ,কর্মশালার প্রশিক্ষক মোঃ ইলিয়াস আহমেদ ও মঈনুল ইসলাম বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ আর্তমানবতার সেবায় যথাযথ দায়িত্ব পালন করার জন্য যুব রেড ক্রিসেন্টের সদস্যদের প্রতি আহবান জানান। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনা জেলা ও সিটি যুব রেড ক্রিসেন্টের ৩০জন সদস্য অংশ নেন।