খুলনায় যুবকের গলিত লাশ উদ্ধার
দ. প্রতিবেদক
খুলনা নগরীর হরিণটানা থানাধীন জয়খালী ব্রীজের পাশ থেকে আনুমানিক ৩০-৩৪ বছরের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে লাশটি উদ্ধার করা হয়। থানার জয়খালী ব্রীজ সংলগ্ন একটি মাছের ঘেরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি গলে গেছে, কোন আঘাতের চিহৃ নেই। তবে শরীরে দিঘলিয়া উপজেলার মৎস ও প্রাণী সম্পদ দপ্তরের একটি গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে যুবকের বাড়ি দিঘলিয়ায় হতে পারে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ